সন্দ্বীপ চ্যানেলে ভলগেট ডুবি, উদ্ধার ৭ নাবিক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৪:৪৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীর মাঝিরঘাট থেকে ভোলায় পাথর নিয়ে যাওয়ার সময় একটি ভলগেট সাগরে তলিয়ে গেছে। চট্টগ্রাম বন্দর মোহনা পার হয়ে সন্দ্বীপ চ্যানেল ধরে এগুনোর কিছুক্ষণের মধ্যে এটি সাগরে তলিয়ে যায়। ওই সময় ভলগেটে থাকা ৭ নাবিক সাগরে ভাসছিল। পরবর্তীতে একটি যাত্রীবাহী নৌযান ভাসমান নাবিকদের উদ্ধার করে। সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরী আবহাওয়ায় ভলগেটটি উত্তাল ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এসময় ভলগেটের স্টাফরা প্রায় ৪৫ মিনিটের মতো সমুদ্রে ভেসে ছিল। ভাসমান অবস্থায় তাদের কুমিরাগুপ্তছড়া রুটের একটি যাত্রীবাহী বোট উদ্ধার করে। নাবিকদের সকলেই সুস্থ আছে বলেও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় নারীর গলাকাটা লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধআইনজীবীসহ দুজন রিমান্ডে