বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে সন্দ্বীপ ও হাটহাজারী থানায় দায়ের হওয়া পৃথক তিনটি মামলায় বিএনপির ৪৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা এই আদেশ দেন। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ফেব্রুয়ারিতে মামলা তিনটি দায়ের হয়। মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। এর মেয়াদ শেষ হওয়ায় ফের জামিন চেয়ে আবেদন করলে বিচারক ৪৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সময়ে এসব মামলার ২৭ জনের জামিন মঞ্জুর করা হয়েছে বলেও জানান তিনি।