সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা

| মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৯:০২ পূর্বাহ্ণ

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা গত শনিবার বিকাল ৩টায় হালিশহরস্থ রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. মনজুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা মাস্টার একেএম বেলায়েত হোসেন। তিনি বলেন, এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকার পাশাপাশি সংগঠনটি নানামুখী মানবিক কাজ করে যাচ্ছে। ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য এলাকাভিত্তিক সংগঠনের বিকল্প নেই। স্বচ্ছতা আর জবাবদিহিতা বজায় রেখে আগামীতে আরও গতিশীল কর্মকান্ডের মধ্য দিয়ে সন্দ্বীপে ইতিহাস ঐতিহ্য অক্ষুন্ন রাখার আহবান জানান। স্বাগত বক্তব্য রাখেন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি অ্যাড. এম এ বারী। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন মো. মনজুর আলম, আর্থিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক মো. মনিরুল মাওলা রিপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. শাহআলম, মো. রফিকুল আলম, সৈয়দ আবুল কালাম আজাদ, সরোয়ার হাসান জামিল, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন, কামরুল আহসান উল্লাহ, কাজী জিয়া উদ্দিন সোহেল, সাইফুর রহমান লিংকন, প্রভাষক ফসিউল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় পাঁচ বছরের সাজাপ্রাপ্তসহ চার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকরোনায় নগরীর ২ জন আক্রান্ত