সন্দ্বীপ এসোসিয়েশনের স্মরণসভা

| রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম আয়োজিত এক স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিল গতকাল শনিবার হালিশহরের নয়াবাজারস্থ মাতৃভূমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কোর্টের সাবেক সিনিয়র আইনজীবী এডভোকেট মো. ইমলাক, বিসিআই ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল বাতেন ও উত্তরা ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার মো. আব্দুল বাতেন স্মরণে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল কাদের। স্মরণসভায় বক্তারা বলেন, আজকের সভায় স্মরণীয় মানুষগুলো তাঁদের জীবদ্দশায়ও বরণীয় ছিলেন। আমরা তাঁদের আত্মার মগফিরাত কামনা করছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট এম এ বারী। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মনজুর আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক সারওয়ার হাসান জামীল শামীম, রোমানা নাছরীন, সোনালী ব্যংকের সাবেক জিএম আবুল কলাম আজাদ, ফোরকান উদ্দিন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের উপ পরিচালক (প্রশাসন) মোশাররফ হোসাইন, শাহ আলম, মো. মিজানুর রহমান, রাজিবুল আহসান সুমন, শাহজামান আরজু, কাজী জিয়া উদ্দিন সোহেল, প্রভাষক ফসিউল আলম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. দেলোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআক্রান্ত ও আক্রমণকারী : বিভ্রান্তির স্বরূপ
পরবর্তী নিবন্ধরাউজানে শিক্ষা সামগ্রী পেল শতাধিক শিক্ষার্থী