সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান হলেন ওমর ফারুক

উপনির্বাচন

সন্দ্বীপ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে তালা প্রতীকের প্রার্থী ওমর ফারুক জয় লাভ করেছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১৫ হাজার ৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহীম (জিল্লু) পেয়েছেন ১৩ হাজার ১১০ ভোট। এছাড়া টিউবওয়েল প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন সন্দ্বীপী পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট। ভোটারের উপস্থিতির হার ছিল ১৩ দশমিক ১৩ শতাংশ। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এ তথ্য জানান।

গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর দুইটা পর্যন্ত কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জানা যায়, সকাল থেকে ভোটারের উপস্থিতি কম থাকলেও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে উত্তর সন্দ্বীপের কেন্দ্রগুলো থেকে চশমা প্রতীকের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেন প্রার্থী মো. ইব্রাহীম জিল্লু।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড ১১৯ জনের ডেঙ্গু শনাক্ত
পরবর্তী নিবন্ধদেশে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অপরাজিতা’র সংবাদ পাঠ