বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার দ্বি–বার্ষিক সম্মেলন ও কাউন্সিল গত ৩০ আগস্ট পূজা পরিষদ ভবনে সভাপতি মাস্টার মাধব চন্দ্র দাসের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক সঞ্জীব দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলার প্রধান উপদেষ্টা মাস্টার গৌরাঙ্গ চন্দ্র নন্দী। সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক উমেশ মজুমদার রবি। এতে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ–কেন্দ্রীয় কমিটির যুগ্ম–সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত। প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ–চট্টগ্রাম জেলার উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুজিত নন্দী। প্রধান বক্তা ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক রিমন কান্তি মুহুরী। বিশেষ অতিথি ছিলেন সহ–সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে।
অতিথি ছিলেন ডা. বিপ্লব দাস মতি, মাস্টার বিকাশ সাহা, মাস্টার রতন মিত্র, মাস্টার হরেকৃষ্ণ তালুকদার, মাস্টার বিধান চন্দ্র দাস, মাস্টার বিষ্ণুপদ রায়, হারাধন মজুমদার। বক্তব্য রাখেন খোকন রায় চৌধুরী, বাপ্পী গুহ,অনাদি বরণ চক্রবর্ত্তী, গোপাল মজুমদার, মাস্টার অরুণ চন্দ্র দে, মাস্টার বিধান চন্দ্র দাস, নারায়ণ দাস, লক্ষণ শীল যাদব, সুশান্ত শীল। পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন অনিক ধর পাপ্পু, মাস্টার তপন মজুমদার, মাস্টার যতন চন্দ্র গুহ, মাস্টার তপন চন্দ্র পাল। দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশন ইঞ্জিনিয়ার সুজিত নন্দীর সভাপতিত্বে ও অধ্যাপক শিপুল দের সঞ্চালনায় বিষয় নির্ধারণী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চন্দন মজুমদারকে সভাপতি এবং নিখিল দাসকে সাধারণ সম্পাদক করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












