কেক কেটে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা ছাত্রদল। পরে এক আলোচনা সভা গত ১ জানুয়ারি সাউথ সন্দ্বীপ কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক অনিক রাব্বানীর সভাপতিত্বে ও সরকারি হাজী এবি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি কাউছার আহম্মেদ চেয়ারম্যান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগধরা ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সোলাইমান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য জামসেদুর রহমান, সহ-সভাপতি মাহফুজুর রহমান, যুবদল নেতা মোহাম্মদ জুয়েল, মামুনুর রহমান, মোহাম্মদ মামুন, মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম, সুমন।
উপজেলা ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন শাহীন, সাইদুর রহমান, সাউথ সন্দ্বীপ কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান আফসার, আরিফ হোসাইন, মোহাম্মদ কাদের, ইব্রাহিম হোসেন রবিন, নাজিম উদ্দীন, আকবর শিকদার, রিফাত, নুর উদ্দিন, সিফাত, শাকিল মাহমুদ, মোহাম্মদ মার্শাল, মোহাম্মদ আরজু, পৌরসভা ছাত্রদল নেতা কামাল আহম্মেদ, নুর হোসেন পারভেজ, শরীফ ভূঁইয়া, শামীম সহ বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতৃবৃন্দ।