সন্দ্বীপ উপকূলে ট্রলার ডুবি, ১০ জেলের সকলকে জীবিত উদ্ধার

সন্দ্বীপ প্রতিনিধি | বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

সন্দ্বীপের দক্ষিণপশ্চিম উপকূল কালিরচরের মাথায় একটি ইলিশ মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে ১০ জন জেলে ছিল ঘটনার দুই ঘণ্টার মধ্যে যাদের সকলকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে সন্দ্বীপ উপকূলে ঝড়ো বাতাসের কবলে পড়লে সন্দ্বীপের কলুর মাঝির ওই ট্রলারটি ডুবে যায়। এসময় কাছাকাছি থাকা একটি মাছ ধরার ট্রলার ৩ জেলেকে উদ্ধার করে সন্দ্বীপ উপকূলে ও অন্য একটি ট্রলার ৭ জনকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে যায়।

ঘাট সূত্র জানায়, সোমবার সকালে আজিমপুর অলিসুকানীরহাট ঘাট থেকে কলু মাঝির এ ট্রলার ১০ জন স্টাফ নিয়ে ইলিশ ধরতে সাগরের উদ্দেশে ছেড়ে যায়। তিন নম্বর সতর্কতা সংকেত থাকায় মঙ্গলবার সকাল থেকে ঝড়ো বাতাস বইতে থাকে। সাগরে ঢেউয়ের কবলে পড়ে কলু মাঝির ট্রলারটি ডুবে যায়। পরে কাছাকাছি থাকা আজিমপুর ঘাটের আকবর মাঝির ট্রলারে ৩ জনকে উদ্ধার করেন। অন্য ৭ জনকে ভাসানচরের অলি মাঝির ট্রলার উদ্ধার করে ভাসানচরে নিয়ে যায়।

সন্দ্বীপের আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রকি দৈনিক আজাদীকে জানান, আল্লাহর অশেষ রহমতে এ মাছ ধরা ট্রলারের ১০ জন জেলেই নিরাপদে উঠতে সক্ষম হয়েছেন। ট্রলারটি ডুবে যাওয়ার দুই ঘণ্টার মধ্যেই আকবর মাঝি ও অলি মাঝির ট্রলার তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন। তবে এখনো দুর্ঘটনা কবলিত ট্রলার ও মাছ ধরার জাল উদ্ধার করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধশখে কেনা দুটি তোতাপুরী ছাগল থেকেই খামারি
পরবর্তী নিবন্ধএডিস মশার লার্ভা পাওয়ায় ৬ ভবন মালিককে জরিমানা