সন্দ্বীপে ৪০ শিক্ষার্থীকে বৃত্তি ও সনদপত্র প্রদান

| শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ১২:৩৫ অপরাহ্ণ

‘শিক্ষার প্রদীপে আলো ছড়াক সন্দ্বীপে’ স্লোগানকে সামনে রেখে সন্দ্বীপে মেধা বৃত্তি পরীক্ষা সম্প্রতি সম্পন্ন হয়। গতকাল শুক্রবার সন্দ্বীপ ফ্রেন্ডস্‌ ইউনিটি ক্লাবের আয়োজনে ক্লাবের কার্যালয়ে সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৪০ জনকে বৃত্তি প্রদান করা হয়। যার মধ্যে রয়েছে তৃতীয় শ্রেণির ১৪ জন ট্যালেন্টপুলসহ মোট ২১ জন ও চতুর্থ শ্রেণির ১২ জন ট্যালেন্টপুলসহ মোট ১৯ জন।

সংগঠনের সভাপতি আবদুর রহমান সনির সভাপতিত্বে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো. রাছেল। সহ সাধারণ সম্পাদক নজরুল নাঈমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা ও শিক্ষক মো. মামুনুর রশীদ, উপদেষ্টা ও ব্যাংকার মো. এরশাদ উল্যাহ, শিক্ষক ফেরদৌসী বেগম রোজিনা, সাবেক সভাপতি ও উপদেষ্টা মাঈন উদ্দিন ফাহাদ, সিনিয়র সহ-সভাপতি মো. রিয়াদ হোসাইন, অরুপ মজুমদার, মো. আরমান জাবেদ, আবদুর রহমান ইমন, আদনান হাবিব মাসুম, মো. শাকিব, মো. মুশফিক, মো. তামিম, জাহিদুল মাওলা, মো. জিহাদ, মো. শাকিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধফনিন্দ্র লাল শীল