সন্দ্বীপে ৩৫৩ সদস্য মোতায়েন, ড্রোন নজরদারি ও বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুত কোস্টগার্ড : মহাপরিচালক

সন্দ্বীপ প্রতিনিধি | শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার দুপুরে সন্দ্বীপ উপজেলার বশিরিয়া মাদ্রাসায় অবস্থিত কোস্টগার্ডের অস্থায়ী ক্যাম্পে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।

এ সময় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সন্নিকটে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সন্দ্বীপে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে দায়িত্ব পালন করছে, যেখানে কোস্টগার্ডের ৩৫৩ জন সদস্য মোতায়েন রয়েছে।

মহাপরিচালক আরও বলেন, নির্বাচন উপলক্ষে ড্রোন সার্ভিল্যান্সসহ আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে যেকোনো স্থান থেকে পরিস্থিতি মনিটরিং করা সম্ভব হবে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলেও কোস্টগার্ডের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকবে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই ১৮ জানুয়ারি থেকে কোস্টগার্ড সন্দ্বীপে ক্যাম্প স্থাপন করেছে, যাতে সাধারণ জনগণের মধ্যে আস্থা তৈরি হয় এবং তারা নিশ্চিত হতে পারে যে এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ব্যতিক্রমধর্মী। ভোটাররা যেন নির্বিঘ্নে এবং ভয়ভীতি ছাড়া পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-১১ আসনে জামায়াতপ্রার্থী শফিউল আলমের গণসংযোগ
পরবর্তী নিবন্ধচুয়েটে ‘কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর স্টাফ’শীর্ষক প্রশিক্ষণ