সন্দ্বীপে ১২৫ জন ইতেকাফকারীকে চেয়ারম্যানের ঈদ উপহার

আজাদী অনলাইন | বুধবার , ১২ মে, ২০২১ at ১১:৪২ পূর্বাহ্ণ

সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান মিজানের ব্যক্তিগত উদ্যোগে মাইটভাঙা ইউনিয়নের ৪০ টি মসজিদে মোট ১২৫ জন এতেকাফে থাকা মুসল্লীদের মাঝে ঈদ উপহার এবং প্রতিটা মসজিদে একটি করে তরমুজ বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মাইটভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান, মাইটভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মঞ্জুর, সমাজসেবক দিলদার আজিম, সন্দ্বীপ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম ফাহাদ, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মিনহাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান বলেন, ইতেকাফ হচ্ছে মহান আল্লাহর সঙ্গে সুনিবিড় সম্পর্ক গড়ে তোলার মাধ্যম। রমজানের শেষ ১০ দিন ধর্মাপ্রাণ মুসল্লিরা সংসার জগতের কর্মকাণ্ড- থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে আল্লাহর ঘরে ইবাদতের নিমিত্তে আত্মনিয়োগ করে। এ ১০দিনে পবিত্র কদরের রাত তালাশ করে ইতেকাফরত মুসল্লিরা, যে রাতে ইবাদত করলে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ ইবাদত হিসেবে কবুল হয় মহান রবের দরবারে। আর এ ইতেকাফরত মুসল্লিদের খোঁজখবর নেয়া দায়িত্ব মনে করেছি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে হুইপের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৯ জন