চট্টগ্রামের সন্দ্বীপে স্বাধীনতা ক্রীড়া চক্র আয়োজিত সিক্সে সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সাউথ সন্দ্বীপ হাই স্কুল মাঠে ফাইনাল খেলায় প্রান্তিক স্পোর্টিং ক্লাব ১৫ রানে অগ্নি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সারিকাইত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির। স্বাধীনতা ক্রীড়া চক্রের উপদেষ্টা নুরনবী ভুট্টোর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দীন আলো। আরও উপস্থিত ছিলেন কাজী আরিফুর রহমান, মেহরাজ মেম্বার, আবদুল মন্নান মেম্বার, স্বাধীনতা ক্রীড়া চক্রের প্রবাসী উপদেষ্টা নজরুল ইসলাম পল্টু, সভাপতি আফছার মুন্না, সাধারন সম্পাদক মো. আলী সহ অতিথিবৃন্দ। খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ ৩০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ট্রফিসহ নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়।