সন্দ্বীপে শুরু হচ্ছে মাসব্যাপী অভিযান

অপরাধ নির্মূল

সন্দ্বীপ প্রতিনিধি | বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:১৯ পূর্বাহ্ণ

সন্দ্বীপে চুরিসহ সকল অপরাধ নির্মূলে আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অভিযান। গতকাল মঙ্গলবার দুপুরে সন্দ্বীপ থানায় অনুষ্ঠিত ওপেন হাউস ডে সভায় এমন অভিমত ব্যক্ত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত সরকার। তিনি বলেন, বুধবার থেকে সন্দ্বীপে মাসব্যাপী অভিযান চলবে। চট্টগ্রাম থেকে আরো ফোর্স এনে মোতায়েন করা হবে। এক সপ্তাহের মধ্যে সন্দ্বীপ অপরাধ মুক্ত হবে। এ সময় তিনি সবাইকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

সন্দ্বীপে হঠাৎ চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় তা নির্মূলে পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সন্দ্বীপ থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সন্দ্বীপের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাইহানুল বারী, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, সন্দ্বীপ প্রেসক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো অনেকে।

মতবিনিময় সভায় বক্তারা সন্দ্বীপে সম্প্রতি বিভিন্ন বাজারে দোকানঘর চুরিসহ আইনশৃঙ্খলা সমস্যার নানা বিষয় তুলে ধরেন।

পূর্ববর্তী নিবন্ধচবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব, সা. সম্পাদক ইমাম
পরবর্তী নিবন্ধচন্দনাইশে দুই ইটভাটাকে ৬০ হাজার টাকা জরিমানা