সন্দ্বীপে শিশু আলী হোসেনের পরিবারের পাশে অধ্যাপক আমজাদ

| বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে নিষ্পাপ শিশু আলী হেসেনের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ–মনোনীত সংসদ প্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন। তিনি পরিবারের কষ্ট লাঘবে বিভিন্ন সহায়তা প্রদানের অঙ্গীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর বাবা আবু তাহের একজন অটোরিকশা চালক। অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন তার ঝরাপড়া ঘরটি নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে পরিবারটি নতুন জীবন শুরু করতে পারে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোক ও সমবেদনা ছড়িয়ে পড়েছে।

অধ্যাপক আমজাদ হোসাইন পরিবারের পাশে থাকার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ ও নৈতিকতার গুরুত্বও তুলে ধরেছেন।

স্থানীয়রা বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের উদাহরণ স্থাপন করছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ‘হাান্ডি’ ও ‘ধাবা’ রেস্টুরেন্টে পর্দার আড়ালে ভিন্ন চিত্র
পরবর্তী নিবন্ধবাঁশখালী মাধ্যমিকে স্কুলপর্যায়ে রফিকুল ইসলাম গুণী শিক্ষক নির্বাচিত