সন্দ্বীপে রিফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

| বুধবার , ২৮ মে, ২০২৫ at ১০:০৯ পূর্বাহ্ণ

সন্দ্বীপে রিফাত হত্যা মামলার সুষ্ঠু বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকেল ৫টায় মগধরা ইউনিয়নের ষোলশহর বাজারে এই কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন। মানববন্ধনে অংশ নেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী, তরুণ সমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে তারা রিফাত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার কার্যক্রম শুরুর দাবি তোলেন।হত্যার শিকার রিফাতের পিতা জামশেদ বলেন, আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী, শিক্ষক, ব্যবসায়ীসহ স্থানীয় সহস্রাধিক এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, আমরা কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব নয়, বরং নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি চাই।

প্রয়াত রিফাতের বড় ভাই রিয়াদ উর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি, সাবেক ইউপি সদস্য মাঈন উদ্দীন কবির, রিফাতের পিতা সাবেক ইউপি সদস্য জামসেদ মেম্বার, ষোলশহর বাজার কমিটির সভাপতি আনোয়ার হোসেন, পল্লী চিকিৎসক সজল কান্তি নাথ, আবু ছায়েদ, মোহাম্মদ আলাউদ্দিনসহ অনেকেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স চট্টগ্রাম জেলার কেবিনেট মিটিং
পরবর্তী নিবন্ধফ্লোবেল একাডেমিতে উদ্বোধন হল হারবাল হিলিং গার্ডেন