সন্দ্বীপে মৎস্যজীবীদের মাঝে ১৬টি গরুর বাছুর বিতরণ

| শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ১০:২১ পূর্বাহ্ণ

উপজেলা মৎস্য দপ্তর সন্দ্বীপের উদ্যোগে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় গতকাল বৃহস্পতিবার ২০২৩২৪ অর্থ বছরের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ হিসেবে মৎস্যজীবীদের মাঝে ৪ লাখ ৮০ হাজার টাকার (প্রতিটি গরুর মূল্য ৩০ হাজার টাকা) ৩য় ধাপে ১৬ টি গরুর বাছুর বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল চৌধুরীর সঞ্চালনায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ মাহফুজুর রহমান মিতা এমপি। বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাঈন উদ্দিন, সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, সন্দ্বীপ পৌরসভা মেয়র মোক্তাদের মাওলা সেলিম, সন্দ্বীপ থানার ওসি মোঃ কবির হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউন নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাজিমুল হালিম, সমবায় কর্মকর্তা মোঃ দিদারুল আলম প্রমুখ।

মৎস্যজীবীদের মাঝে গরুর বাছুর বিতরণে প্রধান অতিথি মাহফুজুর রহমান মিতা এমপি বলেন, জেলেদের জীবনমান উন্নয়নে বকনা বাছুর বিতরণ ব্যবস্থায় প্রধানমন্ত্রী এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধউত্তর কাট্টলী মহিলা আ. লীগের সমাবেশ