সন্দ্বীপে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রি

২০ হাজার টাকা জরিমানা

সন্দ্বীপ প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

সন্দ্বীপের চৌমুহনী বাজারের মেসার্স আই.বি ট্রেডার্সের মালিক মো. ইউসুফকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকা ও রাস্তায় তেলের ড্রাম রেখে যান চলাচলে বাধাগ্রস্ত করায় মো. আকবর সওদাগর নামে আরেক ব্যবসায়ীকে একই আইনের ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

গতকাল সোমবার চৌমুহনী বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন সাবইন্সপেক্টর কামরুজ্জামানসহ থানা পুলিশের একটি দল।

এসিল্যান্ড মো. মঈন উদ্দিন ব্যবসায়ীদের নিয়ম মেনে এবং নিজেদের দোকানের সীমানা পর্যন্ত মালামাল রাখার অনুরোধ জানান এবং সরকারি রাস্তায় মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধনয়াদিল্লীতে সিএলইএ’র সুবর্ণ জয়ন্তী সম্মেলনে অংশ নেবে পোর্ট সিটি ইউনিভার্সিটি
পরবর্তী নিবন্ধরামুতে বাস-টমটম সংঘর্ষ, নিহত এক