সন্দ্বীপে গতকাল ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ইরামন ফাউন্ডেশনের আয়োজনে ও হারামিয়া ক্লাব ইলেভেন এর পরিচালনায় আবুল কাশেম হায়দার মহিলা কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইয়ুথ গ্রুপের ভাইস চেয়ারম্যান আকবর হায়দার মুন্না। এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ হানিফ, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া, স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের ম্যানেজার আকবর হোসেন, স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা তানভীর চৌধুরী, সন্দ্বীপ ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা আরিফুল আলম খালেদ, সমাজকর্মী মোঃ রুস্তম, সমাজকর্মী এম কে মিশন, স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের এঙিকিউটিভ ফরহাদ উদ্দিন, এডমিন অফিসার তারেক রহমান, ফার্মেসী ইনচার্জ মোবারক হোসেন, এসিস্ট্যান্ট টেকনিশিয়ান ল্যাব ফরিদ উদ্দিন, মোঃ আফসারসহ অনেকেই। ফাইনাল খেলায় স্বপ্ন ছোঁয়া ২–০ সেটে মাসুদ মেমোরিয়ালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।