রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে সন্দ্বীপ উপজেলার বিএনপি নেতা আয়ূব জাহাঙ্গীর আলম হত্যা মামলার প্রধান আসামি মো. শাহাব উদ্দিন ওরফে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার পশ্চিম মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার শাহাব উদ্দিন সন্দ্বীপের গাছুয়া এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী জাহাঙ্গীরের স্ত্রী ঘটনার পরদিন ২১ জানুয়ারি বাদী হয়ে অভিযুক্ত শাহাব উদ্দিনসহ মোট ৭ জনের নাম উল্লেখ করে সন্দ্বীপ থানায় হত্যা মামলা করেন। এরপর থেকে অভিযুক্ত শাহাব উদ্দিন পালাতক ছিলেন। ভুক্তভোগী বিএনপি নেতা আয়ূব জাহাঙ্গীর আলম সন্ধীপ উপজেলার গাছুয়া এলাকায় বাসিন্দা। তার জায়গায় আবু তাহের নামে একজন দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন। আবু তাহেরকে জাহাঙ্গীর তার জায়গা ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করে। এরপরও জায়গা না ছাড়লে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। গত ২০ জানুয়ারি জাহাঙ্গীর তার বসতঘরের বিশ্রামে ছিলেন। এ সময় তাকে মুঠোফোনে সুমন নামে একজন কল করে পার্শ্ববর্তী এলাকার আব্দুর রহিমের পুকুর পাড়ে যেতে বলেন। তিনি সেখানে গেলে আগে থেকে উপস্থিত থাকা মো. শাহাব উদ্দিন সুমনের সাথে জাহাঙ্গীরের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহাব উদ্দিন ও তার সহযোগীরা মিলে জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।