সন্দ্বীপে ফ্যাশন হাউস ও সুপার শপে আগুন

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে আটটি খড়ের গাদা

রাঙ্গুনিয়া ও সন্দ্বীপ প্রতিনিধি | শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় এক কৃষকের ৮টি খড়ের গাদা পুড়ে গেছে। এছাড়া ফলের গাছ ও মজুদ করা লাকড়িও আগুনে পুড়ে যায়। অন্যদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে সন্দ্বীপে এস এস জান্নাত ফ্যাশন ও মিতা ফ্যামিলি সুপার শপ নামে দুইটি দোকান ভস্মীভূত হয়ে যায়।
গত বুধবার রাত ১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বাচাশাহনগর লোহারপুল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ও রাউজান স্টেশনের দুটি ইউনিট প্রায় ভোর পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পূর্বশত্রুতার জেরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করছেন ক্ষতিগ্রস্ত কৃষক ইসমাঈল তালুকদার। তিনি বলেন, ২০১৬ সালে তার এক কানি পরিমাণ পুকুরে বিষ প্রয়োগে তার ৩ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলা হয়। এবার সেই একই শত্রুই এই ঘটনা ঘটিয়েছে বলে তার ধারণা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। খড় বেশি হওয়ায় রাউজানের একটি ইউনিটও পরবর্তীতে আমাদের সঙ্গে যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় ভোর পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
সন্দ্বীপ প্রতিনিধি জানান, গত বুধবার রাত দেড়টার দিকে সন্দ্বীপ হারামিয়া ইউনিয়নের পণ্ডিতের হাট বাজারের উত্তর পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাহ জামালের মালিকানাধীন এস এস জান্নাত ফ্যাশন ও রাগভী চন্দ্র গুহের মালিকানাধীন মিতা ফ্যামিলি সুপার শপ নামে দুইটা দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশে আগুন ছড়াতে পারেনি বলে জানান সন্দ্বীপ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কিরিটি রঞ্জন বড়ুয়া।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। খবর পাওয়ার সাথে সাথে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশপাশে ছড়াতে পারেনি। তবে শুরুতে বিদ্যুতের সংযোগ বন্ধ করা গেলে দুই দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হত। কিন্তু বিদ্যুৎ অফিস দ্রুত রেসপন্ড না করায় দুই দোকানের মালামাল প্রায় সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান ও সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা। ক্ষতির পরিমাণ তদন্ত করে ক্ষতিপূরণের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠাবেন বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধদুদকের নাম ভাঙিয়ে প্রতারণায় নেমেছে একাধিক চক্র : দুদক সচিব
পরবর্তী নিবন্ধচাকরির নামে ভার্চুয়াল স্বাস্থ্য পরীক্ষা