সন্দ্বীপে ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা

সন্দ্বীপ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

সন্দ্বীপের এনাম নাহার মোড়ে আব্দুল্যাহ ফার্মেসি পণ্যের দামের স্থানে ঘষে ৫৫০ টাকার জায়গায় ৬২৫ টাকা লিখে বিক্রি করছে। এ অপরাধে আব্দুল্যাহ্‌ ফার্মেসির শেখ ফরিদকে (৪৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চৌমুহনী বাজারের ইলিয়াস সওদাগরকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

গতকাল বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে সন্দ্বীপের এনাম নাহার ও চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালিত হয়। রমজানে এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। তিনি ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের পাঁচ হাজার কৃষক পেলেন বিনামূল্যের বীজ ও সার
পরবর্তী নিবন্ধওমরগণি এমইএস কলেজ এক্স-ক্যাডেট ফোরামের সংবর্ধনা সভা