সন্দ্বীপে প্রতিপক্ষের হামলায় আ. লীগের ৩ কর্মী আহত আটক ১

সন্দ্বীপ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সন্দ্বীপে মাইটভাঙ্গা ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইউনিয়ন আওয়ামী লীগের ৩ কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে কেরামতিয়া মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয় একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আহতরা হলেন মাইটভাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগ সভাপতি বাবর (৩৮), ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নাজিম (২৪) ও আজিম (২৮)। ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শিমুল অভিযোগ করেন বলেন, মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানের অনুসারী মাসুম, মুন্না, টিটু, সুমন, রামিনসহ ৮-১০ জন এলোপাতাড়ি কুপিয়ে আহতদের মারাত্মকভাবে জখম করে। আহতরা স্থানীয় এমপি মাহফুজুর রহমান মিতার অনুসারী বলে দাবি করেন ছাত্রলীগের এ নেতা।
মাইটভাঙ্গা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমার অনুসারী বলতে কী? পুরো মাইটভাঙ্গাবাসীই আমার অনুসারী, আপনজন। তিনি আরো বলেন, নাজিম পেশাদার চোর। সম্প্রতি রামিমের মোবাইল চুরির মামলায় সে তিন মাসের জেল খেটে জামিনে আসে। সেই কারণে রামিমের উপর তার ক্ষোভ ছিল। আজ (গতকাল) রামিমকে হামলা করতে এসে এখন আহত হওয়ার নাটক সাজিয়েছে। গতকালও (মঙ্গলবার) নাজিমরা কয়েকজন মিলে রামিমকে চড়থাপ্পড় দিয়েছিল।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমদ খান আজাদীকে বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটছে। আমরা রামিম নামে একজনকে আটক করেছি। এ মুহূর্তে আহতরা আশংকামুক্ত। আহতদের পক্ষ থেকে থানায় একটা মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে আদালতের নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় খাদ্যগুদাম কর্মকর্তাসহ তিনজনকে প্রত্যাহার