সন্দ্বীপ উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৫০ হাজার টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে স্থানীয় একটি দৈনিকের সন্দ্বীপ প্রতিনিধির পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৫০ হাজার টাকার মাছ মরে ভেসে উঠেছে। ক্ষতিগ্রস্ত সংবাদকর্মী নরত্তম বনিক বলেন, আমি পুকুর লিজ নিয়ে কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা আমার পুকুরে বিষ প্রয়োগ করে চলে যায়। সকালে আমি মরা মাছ ভেসে উঠার খবর পেয়ে পুকুরে যায়। তিনি আরো বলেন, আমি সংবাদকর্মী হিসেবে কাজ করি হয়তো কেউ শত্রুতা করে এমন ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বশির আহমেদ খান বলেন, এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।