নানা দিক দিয়ে সন্দ্বীপ উপজেলায় বেশ উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষের জীবনমানে কিছু কিছু ক্ষেত্রে বেশ পরিবর্তন এসেছে। তবে আরো বেশি প্রয়োজন। চাহিদা অনুযায়ী আমরা দ্বীপবাসী উপকৃত হতে পারিনি। সন্দ্বীপে ছয়টি কলেজ রয়েছে। এর মধ্যে একটি সরকারি কলেজ। সরকারি হাসপাতালে প্রচুর রোগী রয়েছে, কিন্তু ডাক্তার নেই, যন্ত্রপাতি নেই, নার্স নাই। তাই এলাকাবাসী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। উপজেলা পর্যায়ে অনেক পদে সরকারি কর্মকর্তা নেই। দ্বীপ হওয়ার কারণে অন্য জেলার নিয়োগকৃত সরকারি কর্মকর্তাগণ সন্দ্বীপ যেতে চান না। তারা কয়েকদিন থেকে চলে যান। থাকার সু–ব্যবস্থা না থাকার কারণে ডাক্তারসহ অন্যান্য কর্মকর্তা সন্দ্বীপে যেতে আগ্রহী নন। তাই সন্দ্বীপে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য দ্বীপ ভাতা চালু করা দরকার। বেতনের সাথে অতিরিক্ত ২০ শতাংশ দ্বীপ ভাতা প্রদান করা হলে সন্দ্বীপে ডাক্তার, অধ্যাপক, কর্মকর্তা থাকার আগ্রহ বেড়ে যাবে। সন্দ্বীপের জন্য খুবই উপযোগী হবে এটা।
শরীফ হাসান
সন্দ্বীপ, চট্টগ্রাম।