সন্দ্বীপে দালালসহ ১০ রোহিঙ্গা আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ মে, ২০২১ at ১০:১৭ পূর্বাহ্ণ

সন্দ্বীপে এক দালালসহ ১০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় তাদের স্থানীয় জনতা আটক করে কোস্টগার্ডকে সোপর্দ করেছে। ১০ রোহিঙ্গার মধ্যে ৬ জন নারী, ১ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে। সন্দ্বীপের রহমতপুর নতুন চরের ব্লক বেড়িবাঁধ থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা জানায়, তারা দালালচক্রের সহায়তায় ভাসানচর থেকে পালিয়ে ট্রলারযোগে কুমিরা আসছিল। এজন্য তারা কুমিরা পৌঁছে দেয়ার শর্তে দালাল চক্রকে ৩০ হাজার টাকাও দিয়েছিল।
সন্দ্বীপ কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার সফিউল্লাহ জানান, বিষয়টি তারা ভাসানচর নৌবাহিনীকে অভিহিত করেছেন। নৌবাহিনী আটক রোহিঙ্গাদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করতে বলেছে। কমান্ডার সফিউল্লাহ বলেন, সন্দ্বীপ থানার মাধ্যমে পুনরায় তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে। এই নিয়ে সন্দ্বীপে তিন দফা রোহিঙ্গা আটকের ঘটনা ঘটেছে। সন্দ্বীপবাসীর দাবি, স্থানীয় লোকজন এই দালাল চক্রে জড়িত। ভাসানচরের নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে বারবার রোহিঙ্গাদের সন্দ্বীপে আগমনের ঘটনায় দ্বীপবাসী উদ্বিগ্ন বলে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন
পরবর্তী নিবন্ধসিএমপির ১০ পরিদর্শক পদে রদবদল