ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্রসহ মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু গতকাল শুক্রবার এই আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই–বাছাই কালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন, জাতীয় পার্টির প্রার্থী এম এ ছালাম এবং স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলার মনোনয়ন বাতিল হয়ে যায়। গতকাল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে এই আসনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় এখন এই আসনে প্রার্থী অবশিষ্ট আছে মাত্র দুইজন। তারা হলেন বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন।
সন্দ্বীপ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৪৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৭২০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৭৬৩ জন। তৃতীয় লিঙ্গের ভোট রয়েছে ২টি। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৩টি। ভোট কক্ষের সংখ্যা ৪৯০টি।












