সন্দ্বীপে ডায়মন্ড সিমেন্টের সাথে মতবিনিময় সভা

| বুধবার , ২ মার্চ, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী বলেছেন, ডায়মন্ড সিমেন্ট সবসময়ই গুণগত মানে সেরা উৎপাদনে বিশ্বাসি। আমরা বাজারে সবচেয়ে ভাল পণ্য নিয়ে ব্যবসা করার চেষ্টা করছি। আমরা সততা ও পরিশ্রমের মাধ্যমে সারাদেশে জনপ্রিয়তা পেয়েছি। আশা করছি ভবিষ্যতে আরও ভাল করতে পারবো। সন্দ্বীপের সিমেন্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডায়মন্ড সিমেন্টের ভূয়সী প্রশংসা করে সিমেন্ট ব্যবসায়ীরা বলেন, এ সিমেন্ট বাজারের সেরা সিমেন্ট এতে কোনো সন্দেহ নেই। উৎপাদনের শুরু থেকে ডায়মন্ড সিমেন্ট তাদের গুণগত মান ধরে রেখেছে। ফলে ভোক্তা সাধারণের কাছে এ সিমেন্টের প্রতি আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে বাজারে টিকে থাকতে হলে পণ্যের মানে কোনো ধরনের ছাড় দিলে চলবে না। বর্তমানে এ সিমেন্টের যে মান রয়েছে ভবিষ্যতে তা আরও উন্নত করতে হবে। অনুষ্ঠানে তিন শতাধিক সিমেন্ট ব্যবসায়ী, ব্যবহারকারী, প্রকৌশলীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চট্টগ্রাম জোনের হেড অফ সেলস আব্দুর রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মাঈনুদ্দিন মিশন। বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক জসিম উদ্দীন খন্দকার, সন্দ্বীপের সহকারী কমিশনার (ভূমি) মো. মইনুদ্দীন কিরণ, অধ্যাপক মাহমুদুল হাসান, কাজী ফসিউল আলম। ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের এজিএম ( সেলস এন্ড মার্কেটিং) কামরুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বৈরী আবহাওয়া ও লবণাক্ততা প্রতিরোধে বাংলাদেশের প্রথম লবণাক্ততা প্রতিরোধক সিমেন্ট ডায়মন্ড কোস্টাল+ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন টেকনিক্যাল সার্ভিসেস ম্যানেজার ইশতিয়াক রায়হান মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজারে সিপিডিএল ফিরোজার নির্মাণকাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প