সন্দ্বীপে জামায়াত প্রার্থীকে শোকজ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম(সন্দ্বীপ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল বুধবার ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন (যুগ্ম জেলা ও দায়রা জজ) কমিটির চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে এ শোকজ করা হয়।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, সন্দ্বীপে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদ প্রার্থী মোস্তফা কামাল পাশার পক্ষে তার প্রধান নির্বাচনী এজেন্ট মু. আলমগীর হোছাইন এই মর্মে অভিযোগ দায়ের করেছেন যে, আপনি নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা না করেআপনার প্রচার গাড়িতে যে ব্যানার ব্যবহার করেছেন এবং সন্দ্বীপ পৌরসভা মার্কেটসহ বিভিন্ন জায়গায় বিলবোর্ড স্থাপন করেছেন, যা পিভিসিতে প্রিন্ট করা। এছাড়াও ২০টির অধিক বিলবোর্ড স্থাপন করেছেন এবং প্রচারণার কাজে ১২টির মাইক ব্যবহর করে নির্বাচনী আচরণবিধির ৮ () ও ১৭ () ধারার লক্সঘন করেছেন। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লক্সঘন। অভিযোগটি আমলে নিয়ে নির্বাচন অনুসন্ধান কমিটি তদন্ত করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে নোটিশে জানানো হয়, প্রচারণায় সরকারি স্থাপনা ও সুবিধা ব্যবহার করা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির ৮ () ও ১৭ () ধারার লক্সঘন। এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় সিনিয়র সিভিল জজের সন্দ্বীপ চৌকি আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ প্রদান করা হলো।

পূর্ববর্তী নিবন্ধপথচারী ও টেক্সি চাপা দিয়ে ট্রাক পুকুরে, মাদ্রাসা ছাত্রীসহ নিহত ২
পরবর্তী নিবন্ধএলডিপি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ