সন্দ্বীপে ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

সন্দ্বীপ প্রতিনিধি | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:২১ পূর্বাহ্ণ

সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল সোমবার ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, সাইফুল ইসলাম প্রকাশ কামরুল (৪০), জোহরা বেগম (৪০) ও মো. আলমগীর (৪০)

ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্দ্বীপ থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী জানান, পুলিশের অভিযানের সময় আবু তাহের (৪৫) নামে আরেক মাদক কারবারি পলিথিনে মোড়ানো ইয়াবা ট্যাবলেট ফেলে রেখে পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনে ইসরাইলি বর্বর গণহত্যা বন্ধ কর
পরবর্তী নিবন্ধনগরে আ. লীগ ও ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার