দ্বাদশ সংসদ নির্বাচনের পর সন্দ্বীপের কয়েকটি স্থানে প্রতিপক্ষের ওপর হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, হামলা, এমনকি কান ধরিয়ে বাজারে বাজারে ঘুরানোর অভিযোগও রয়েছে। এমন ঘটনা বন্ধে অভিযানে আছে চট্টগ্রাম ডিবি পুলিশের বিশেষ টিম। অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারের (শিল্পাঞ্চল ও ডিবি) নেতৃত্বে গত দুদিনের অভিযানে এ পর্যন্ত ৩ জনকে আটক করা হয়। তারা হলেন রহমতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামাল মেম্বার ও শিমুল এবং মাইটভাঙ্গা ইউনিয়নের মেহেদী। রহমতপুর ইউনিয়নের আদম খা এলাকায় একজনকে এবং তালতলী বাজার এলাকায় আরেকজনকে কান ধরিয়ে উঠবস ও বাজারে ঘোরানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (শিল্পাঞ্চল ও ডিবি) আজাদীকে বলেন, কান ধরে উঠবস করাসহ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, হামলা ও হয়রানির অভিযোগে ডিবির বিশেষ টিম অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। এর মধ্যে দুজনের নামে পূর্বের মামলা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে আবারো অভিযান চালানো হবে।