সন্দ্বীপের প্রধান সড়কগুলো জরুরি ভিত্তিতে সংস্কার ও প্রশস্ত করা হোক

| রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৪:৩৬ পূর্বাহ্ণ

মূল ভূখণ্ড থেকে আঠার কিলোমিটার দূরে চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপ। উপজেলা হিসেবে দেশের সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে এই দ্বীপ অঞ্চলের প্রবাসীদের কাছ থেকে। সন্দ্বীপে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সংযোগ হওয়াই চার লক্ষ দ্বীপবাসীর জীবনযাত্রার পরিবর্তন ও কর্মব্যস্ততা বৃদ্ধি পেয়েছে এবং আগামী ২৪ মার্চ ফেরী চলাচল উদ্বোধনের পর এই ব্যস্ততা আরো বৃদ্ধি পাবে। ফলে যানবাহনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। সন্দ্বীপের প্রধান সড়কগুলোর প্রশস্ততা কম হওয়ার কারণে সড়ক দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গুপ্তছড়া সড়কের পাশে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আসাযাওয়া করতে চরম ভোগান্তিতে পরতে হয়। রাস্তা সরু ও বিভিন্ন জায়গায় পিচ ঢালাই উঠে যাওয়ার কারণে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন দ্বীপবাসীর হাজার হাজার মানুষ চলাচল করে। এছাড়াও কৃষি মৌসুমে এ অঞ্চল কৃষি নির্ভর হওয়ার কারণে পণ্যবাহী যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। একটি গাড়ি অপর একটি গাড়িকে ক্রসিং করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এতে করে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটেছে। সড়কটি প্রশস্ত করা হলে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে নিরসন হবে।

মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্বীপবাসীর প্রাণের দাবি এ সড়কটি সংস্কার করে যেনো ফোর লেইন করা হয়।

রেবিউল আলম (রবিন)

মুছাপুর, সন্দ্বীপ,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের জন্য দায়ী নোংরা মানসিকতা
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে