সন্দ্বীপের পলাতক আসামি সীতাকুণ্ডে গ্রেপ্তার

হত্যা মামলায় যাবজ্জীবন সাজা

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে অভিযান চালিয়ে সন্দ্বীপ থানার আলোচিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। তার নাম আশ্রাফ (৩৫)। দীর্ঘ ১০ বছর পর গত সোমবার সন্ধ্যায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশ্রাফ সন্দ্বীপ উপজেলার মগধরা এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব প্রকাশ মানিকের ছেলে।

র‌্যাব জানায়, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার যাবজ্জীবন এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি আশ্রাফ সীতাকুণ্ড থানাধীন এলাকায় অবস্থান করছেএমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে সীতাকুণ্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব৭।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় অবৈধভাবে ফুটপাত দখলসহ বিভিন্ন অভিযোগ
পরবর্তী নিবন্ধসুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই