সন্দ্বীপের গুপ্তছড়ায় জেলা পরিষদ নির্মিত জেটির উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ অক্টোবর, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে নিজস্ব আয় হতে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে সন্দ্বীপের গুপ্তছড়ায় নির্মিত জেটির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এবং জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম যৌথভাবে এ জেটি উদ্বোধন করেন।

জেটি উদ্বোধন কালে বক্তারা বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ও অর্থায়নে এটি সন্দ্বীপের জন্য বাস্তবায়িত বৃহত্তম প্রকল্প। এটি পুরোদমে চালু হলে সন্দ্বীপের মানুষের ঘাট পারাপার অনেক বেশি সুবিধাজনক হবে। মালামালও সহজে পারাপার করা যাবে। এখন জেটির মূল স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে। খাল ড্রেজিং ও সংযোগ সড়ক নির্মাণ কাজ শেষ হলে জোয়ারভাটা যে কোনো সময়ই মানুষ কাঁদা না মাড়িয়ে পার হতে পারবে।

জেটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনুদ্দিন মিশন, পৌরসভার মেয়র, মগধরা ইউপি চেয়ারম্যান ও কুমিরা-গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার হোসেন, সন্দ্বীপ থেকে নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য মো. ছিদ্দিকুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদুইদিন ধরে খোঁজ নেই স্কুলছাত্র জাহিদুলের
পরবর্তী নিবন্ধজাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর, চট্টগ্রামে নানা আয়োজন কাল