সীতাকুণ্ড উপজেলার কুমিরা ফেরিঘাটসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় তিনি কুমিরা–সন্দ্বীপ নৌপথে ফেরি চলাচলের স্টেশন স্থাপন ও অবকাঠামো নির্মাণের জন্য সাইট সিলেকশন ও সন্দ্বীপকে উপকূলীয় বন্দর ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে কুমিরা ঘাটে সাইট পরিদর্শন করেন।
এ সময় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে সন্দ্বীপের প্রবাসীদের আয়ের একটি বড় রেকর্ড পরিমাণ অবদান রয়েছে। নিরাপদ নৌ–পথ সন্দ্বীপের মানুষের ন্যায্য হিসসা। গুপ্তছড়া–কুমিরা নৌ রুটটি প্রাকৃতিক ভারসাম্যের উপর নির্ভর। তিনি নিরাপদ নৌ–পথ নিশ্চিতে আন্তরিকতার সাথে কাজ করার আশ্বাস দেন।
এ সময় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোসলেহ্ উদ্দিন খান জুয়েল সলিমপুর ও ছোয়াখালী অংশে ওয়েব ব্রেকার স্থাপন করে নদী শাসন এবং ওয়াটার মডেলিং ও সেডিমেন্ট মডেলিং সার্ভে করে টেকসই ড্রেজিং নিশ্চিত করার দাবি জানান।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মুহাম্মদ মোবারক হোসেন ও সবুর খান, বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের নির্বাহি প্রকৌশলী রেজাউল রশিদ খন্দকার, বিআইডব্লিউটিএ (বন্দর ও পরিবহন) চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. কামরুজ্জামান প্রমুখ।