জম্মু ও কাশ্মীরের পহেলগামে গতকালের ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। হামলার সঙ্গে জড়িত তিনজন জঙ্গির স্কেচ আজ প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো।
সংস্থাগুলোর দাবি, তারা সবাই নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর–ই–তৈয়বার সঙ্গে যুক্ত এবং অন্তত দুইজন বিদেশি বলে মনে করা হচ্ছে। ওই সন্দেহভাজন তিন ব্যক্তির নাম আসিফ ফুজি, সুলেমান শাহ ও আবু তালহা। এছাড়া হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন লস্করের শীর্ষ নেতা সাইফুল্লাহ কাসুরি, যার ছদ্মনাম খালিদ। খবর বাংলানিউজের।