সন্দীপনা সাংস্কৃতিক ফোরামের নানা কর্মসূচি

| বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

ভাষার মাসকে স্বাগত জানিয়ে সন্দীপনা সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় সংসদের উদ্যোগে দোস্ত বিল্ডিং কার্যালয় ও নিউ মার্কেট চত্বরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা।
গতকাল প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য ড. শিরীণ আখতার। আলোচনায় অংশ নেন ড. মনজুর-উল-আমিন চৌধুরী, জাপানের অনারারি কনসুলার মুহম্মদ নুরুল ইসলাম, অধ্যক্ষ মো. শামসুদ্দিন ও আফতাব উদ্দিন আহমদ।
যদু গোপাল বৈষ্ণবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম রসূল, সাধন চন্দ্র বিশ্বাস, ফজলুল হক, হাবিবুর রহমান হাবিব, অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, উজ্জ্বল কান্তি বড়ুয়া, ফরিদুল আলম, মুকুল শিকদার, আলী নেওয়াজ খান, দেবব্রত দে দেবু, শেখ শওকত ইকবাল, বাবুল কান্তি দাশ, আবদুল লতিফ, তাজুল ইসলাম রাজু, কাকলী পাল, সুচরিত চৌধুরী টিংকু, হারুন অর রশিদ, তরনী কুমার সেন, তাহেরা খাতুন, জসিম উদ্দিন চৌধুরী, মোশারফ হোসেন খান রুনু, সন্তোষ কুমার দে, এমরান ফারুকী, মো. রাকিব, মো. জাবের হোসন, দেব প্রসাদ দেবু, নিবেদিতা আচার্য, নজরুল ইসলাম মোস্তাফিজ, শওকত আলী সেলিম, চৌধুরী জসিমুল হক, প্রণব রাজ বড়ুয়া প্রমুখ। কর্মসূচির রূপরেখা তুলে ধরেন ভাস্কর ডি কে দাশ মামুন। সঞ্চালনায় ছিলেন মেজবাহ উদ্দিন চৌধুরী ও এমরান হোসেন মিঠু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর আগ্রাবাদে টিআর প্রকল্পের চেক বিতরণ
পরবর্তী নিবন্ধহালদায় অভিযানে ঘেরা জাল জব্দ