সন্দীপনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:২৯ পূর্বাহ্ণ

সন্দীপনার সঙ্গীতনাটক আবৃত্তি, নৃত্য, চারুকলা ও লোককলা বিভাগের সমন্বিত উদ্যোগে সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা গত ২২ অগাস্ট দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সন্দীপনার কার্যকরী সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভার শুরুতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা চৌধুরীর স্বামী আনিসুর রহমানের মৃত্যুতে সাংগঠনিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ডি. কে দাশ মামুন স্বাগত বক্তব্য রাখেন । উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. শামশুদ্দিন আহম্মদ, অধ্যাপক জাহেদ আলি চৌধুরী, দুলাল কান্তি বড়ুয়া, মোহাম্মদ হোসেন, কবি আশীষ সেন, মিলন রুদ্র, মুকুল সিকদার, গোলাম নবী, মাসুম আকতার, জাবের হোসেন, এমরান হোসেন মিঠু, কে কে বাবুল, নিবেদিতা আচার্য্য, মেজবাহ উদ্দিন চৌধুরী, মো. রাকিব, অমলেন্দু রাহা, জাহানারা পারুল, বৃষ্টি দাশ, পম্পি দাশ, জাবের হোসেন, অধ্যাপক আখেরুন নিসা দিনা, নিগার খন্দকার, হাসান আরাফাত, ডা. শিউলী চৌধুরী, মুসলিম আলি জনি, বিথি রানী সিংহ, দিয়া দাশ, ফেরদৌসি মুন, সমীর চন্দ্রসেন, হুজুতুল্লা হিমু, নাজমুল আবেদীন অভি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী এক্স-ক্যাডেট এসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধজামায়াতে ইসলামী মহানগরী মহিলা বিভাগের সিম্পোজিয়াম