সন্ত্রাস বিরোধী আইনে মামলা, কর্ণফুলীতে যুবক গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে সন্ত্রাস বিরোধী মামলায় মো. দিদারুল আলম প্রকাশ মুন্না (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দিদারুল উপজেলার চরপাথরঘাটা ৪নং ওয়ার্ড ডিঙ্গি মাঝি বাড়ির আব্দুল সাত্তারের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনে থানার একটি মামলায় মুন্না নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধগাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ফাইনাল প্রস্তাব খতিয়ে দেখছে হামাস
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ