সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাশক্তি ও নারী-শিশু নির্যাতন বিরোধী জনমত তৈরি এবং মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি সুফিবাদী শান্তিপ্রিয় জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় আগামী ১০ এপ্রিল’ জমিয়তুল ফালাহ ময়দানে সুন্নি মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত বুধবার চেরাগি পাহাড়স্থ আহলে সুন্নাত ওয়াল জামা’আত দলীয় কার্যালয়ে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে শায়খুল হাদিস আল্লামা সোলায়মান আনসারীকে আহবায়ক, শাহ মুহাম্মদ খলিলুর রহমান নিজামীকে যুগ্ন-আহবায়ক ও শাহ নুর মুহাম্মদ আল কাদেরীকে সচিব করে ১৭সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফি বলেন, দেশে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মের নামে সহিংসতা, জঙ্গিবাদ ইত্যাদিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। নীতি-নৈতিকতার সামাজিক অবক্ষয়ের কারণে যুব-সমাজ আজ মাদকাশক্তির কবলে হাবুডুবু খাচ্ছে। নারী-শিশু নির্যাতন যেন এক নিত্যনৈমিত্তিক ঘটনা। সুতরাং এসবের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতার জনমত গঠন সময়ে গুরুত্বপূর্ণ চাহিদা। তিনি ১০ এপ্রিলের সুন্নি মহাসমাবেশ সফল করার জন্য সর্বস্তরের সুন্নী জনতার প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্যদেরর মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, পীরে তরিক্বত আল্লামা মছিহুদ্দৌলাহ, আল্লামা এম এ মতিন, অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ, অধ্যক্ষ শাহ নুর মোহাম্মদ আল কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।