সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে

বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইব্রাহিম ফরাজি

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১১:৩০ পূর্বাহ্ণ

সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও নৈরাজ্য বন্ধের দাবিতে বন্দর থানা এলাকায় বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল শনিবার বন্দর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে মিছিল সহকারে নেতাকর্মীরা বন্দর ৩৭ ও ৩৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এ উপলক্ষে আনন্দ বাজার এলাকায় এক সমাবেশে ইব্রাহিম ফরাজির সভাপতিত্বে ও কপিল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মো. হানিফ সওদাগর, জাহিদুল হাসান, অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহীন, মো. জাহেদ,মো. ফজলুর রহমান, মো. রাকিব, মো. জাবেদ হাওলাদার। সমাবেশে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দেন বক্তারা। নেতৃবৃন্দ এলাকায় চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে টিনের চাল কেটে দোকানে চুরি
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে ডা. এল এ কাদেরী ও ডা. নুরজাহান ভূঁইয়া স্মরণে দোয়া মাহফিল