সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক ও রাষ্ট্রীয় পদক্ষেপ দরকার

মহানগর দক্ষিণ যুবসেনার সম্মেলনে বক্তারা

| রবিবার , ২৬ জুন, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন ২৫ জুন নগরীর আগ্রাবাদস্থ একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে এক র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। যুবসেনা নগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মুঈন উদ্দিন আশরাফী।

তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে এবং যুব সমাজকে সঠিক পথে ধরে রাখতে সামাজিক ও রাষ্ট্রীয় পদক্ষেপ নেয়া দরকার। এতে উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন যুবসেনা কেন্দ্রীয় সহ সভাপতি ডা. এস.এম. সরওয়ার। বিশেষ বক্তা ছিলেন যুবসেনা কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এডভোকেট এডিএম আরুছুর রহমান।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ জামাল উদ্দীন কোটি বেকার যুবককে অবিলম্বে চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করে সামাজিক স্থিতিশীলতা রক্ষা করার এবং দেশকে কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকারের প্রতি দাবি জানান। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব এ এইচএম মহিউদ্দীন।

এতে অতিথি ছিলেন আল্লামা শাহ্‌ নুর মোহাম্মদ আলকাদেরী, অধ্যক্ষ নুরুল ইসলাম জিহাদী, মাওলানা ইউনুচ তৈয়বী, মাওলানা আবু তাহের নিজামী, মুহাম্মদ নাদিমুল হক রানা, শফিকুল আলম চৌধুরী, মাওলানা আশরাফ হোসাইন, কাজী মুহাম্মদ হানিফ, মাওলানা নুরুল কবির রেজভী, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মুহাম্মদ নাজিম উদ্দিন, সৈয়দ সালাহ উদ্দীন খোকন, মুহাম্মদ আমির হোসেন, আমির আলী, এটিএম রেজাউল মোস্তফা, খোরশেদুল ইসলাম সুমন, শাহজাহান বাদশা, সৈয়দ মুহাম্মদ ইয়াছির, নাজিম খান, হাফেজ জয়নাল আবেদীন শিবলী, নাসির দস্তগীর, সোহরাব হোসেন, এ এম এম মঈনুদ্দীন, নুর রায়হান চৌধুরী, এয়ার মোহাম্মদ জামশেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতু উদ্বোধনে গিয়ে ট্রলার উল্টে ছাত্রলীগ নেতা নিখোঁজ
পরবর্তী নিবন্ধসিলেটে বন্যার্তদের জন্য সাহায্য অপ্রতুল