সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের জায়গা হবে না চাক্তাইয়ে

চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির নেতাদের সভায় বক্তব্য

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

দেশের চলমান পরিস্থিতিতে চাক্তাই এলাকার আইনশৃঙ্খলার বিষয়ে সভা করেছেন চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির নেতারা। গত সোমবার বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক ও চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি এবং চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি এনামুল হক এনাম।

সভা সঞ্চালনা করেন চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন মো. আবসার উদ্দীন, চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সহসভাপতি ওমর আজম, মো. আলী আব্বাস তালুকদার, মো. আলী আকবর সওদাগর, মো. আহসান খালেদ পারভেজ ও চট্টগ্রাম রাইস মিলস্‌ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক উল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন মহিউদ্দীন আহমেদ বেলাল, শান্ত দাশগুপ্ত, নাজিম উদ্দীন, মো. জামাল উদ্দীন, স্বপন কুমার সাহা, মো. আবুল কাশেম, মো. সেকান্দর হোসেন বাদশা, মো. আব্দুল হান্নান, মো. আবুল বশর, মো, শহিদুল ইসলাম ও মো. লিটন।

বক্তারা বলেন, চাক্তাই এলাকায় বিশৃঙ্খলাকারীর যে রাজনৈতিক দলের পরিচয়ই থাকুক না কেন, তাদের প্রতিহত করতে হবে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের জায়গা চাক্তাইয়ে হবে না। কোনো অবস্থায় রাস্তায় খালি ট্রাক দাঁড় করানো যাবে না। কিছুদিন আগে চাঁদার দাবিতে চাক্তাই এলাকায় ৪৫টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পাাশাপাশি নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানোর জন্য অনুরোধ জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধহেফাজতে ইসলাম মহানগরের ময়লা-আবর্জনা পরিষ্কার কর্মসূচি
পরবর্তী নিবন্ধবিএসইসির নতুন চেয়ারম্যান মাশরুর রিয়াজ