সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে

বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির মানববন্ধনে বক্তারা

| সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, কর্তৃত্ববাদ ও আধিপত্য বিস্তারের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৭ অক্টোবর বিকালে রাহাত্তারপুল এলাকায় রাহাত্তারপুল সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাজী মোহাম্মদ হারুন সওদাগরের সভাপতিত্বে ও মোহাম্মদ সাইদুল আলম সাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেকান্দার, মোহাম্মদ লোকমান, মনজুর আলম, মোহাম্মদ আবদুর রহমান, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ সাইদুল ইসলাম, মামুনুর রহমান, মোহাম্মদ শাহজাহান প্রমুখ। কয়েকশতাধিক স্থানীয় মহল্লা কমিটির সদস্যদের উপস্থিতিতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলটি কেবি আমান আলী সড়ক প্রদক্ষিণ করে। এতে বক্তারা বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হলেও এলাকায় এখনো চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস বন্ধ হয়নি, বরং দিন দিন তা বেড়েই চলছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকার ও মহল্লা কমিটিকে জানানোর আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি গৌতমমুণি বিহারে কঠিন চীবর দানোৎসব
পরবর্তী নিবন্ধমমতার তারুণ্যের উৎসব গ্রাহক সেবা পক্ষের উদ্বোধন