কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের হামলায় রিদোয়ান নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ই/১৫ ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপর এক রোহিঙ্গা আহত হয়েছে।
নিহত মো. রিদোয়ান (২৮) ওই ক্যাম্পের এফ/৬ ব্লকের ১১৯ নং শেল্টারের হাসু আলির পুত্র। আহত যুবক একই ক্যাম্পের ই/৮ ব্লকের ৭৮৫ শেল্টারের মো. নিজামের পুত্র আয়াস (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়নের) অধিনায়ক অতিরিক্ত উপ–মহাপরিদর্শক ছৈয়দ হারুনুর রশীদ। তিনি জানান, শুক্রবার ভোরে ওই রোহিঙ্গা ক্যাম্পে ১০–১২ জন আরসা সন্ত্রাসী উক্ত দুই রোহিঙ্গাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করে। গোলাগুলির খবর শুনে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রিদোয়ানকে মৃত ঘোষণা করেন এবং অপর গুলিবিদ্ধ যুবক চিকিৎসাধীন আছে বলে তিনি জানান।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাস্থলে নিহত রোহিঙ্গার নাড়িভুড়ি বেরিয়ে পড়ে। নিহতের লাশ ময়নাতদন্তের প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও এপিবিএন পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।