সন্ত্রাসী সাগর ও কিশোর গ্যাং লিডার মহসিন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৪ অক্টোবর, ২০২০ at ৮:৩৩ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ এলাকা থেকে একাধিক মামলার আসামি লাল সাগর গ্রুপের প্রধান দুর্ধর্ষ সন্ত্রাসী সাগর ওরফে লাল সাগর এবং স্থানীয় কিশোরগ্যাং লিডার মহসিনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ পশ্চিম বিভাগের একটি টিম। তাদের কাছ থেকে ধারালো চাপাতি, চাকু, দেশী অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা এসময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে গতকাল (শুক্রবার) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ওসি মো. জহির হোসেন।
নগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশ ইন্সপেক্টর শাহাদাৎ হোসেন খান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের কাছে তথ্য ছিল একটি সন্ত্রাসী গ্রুপ ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। আমরা অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছি। তন্মধ্যে সাগর একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার গ্রুপের নাম লাল সাগর গ্রুপ। মহসিন কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করার মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের গ্রেপ্তারে আগে থেকেই আদালতের পরোয়ানা ছিল। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত আকবরশাহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকিশোর অপরাধ নিয়ন্ত্রণে আবার মাঠে পুলিশ
পরবর্তী নিবন্ধধসের শঙ্কায় পাহাড় থেকে সরানো হলো ১০০ পরিবার