একটি দেশিয় তৈরি একনলা বন্দুকসহ মো. ইমন হোসেন (২২) নামে এক ‘সন্ত্রাসী’কে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে বাড়ইপাড়া হাজী রমজান আলী বাড়ির জামাল কলোনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত ইমন হোসেন নাটোরের বরাইগ্রাম থানার জামাই দীঘার মৃত ফজলুর রহমানের ছেলে। তবে দীর্ঘদিন ধরে বাড়ইপাড়া ১ম মসজিদ সংলগ্ন ইমাম উদ্দিনের কলোনিতে বসবাস করে আসছিলেন।
সিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইমন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যা’র সহযোগী। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে।












