সন্ত্রাসী ছোট সাজ্জাদের আরও দুই সহযোগী গ্রেফতার

| সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১০:২৪ অপরাহ্ণ

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের আরো ২ সহযোগী আরমান আলী রাজ (২৭) ও মোঃ আবদুর রশিদ (২৮)কে গ্রেফতার করেছে সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান।

রোববার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোঃ আরিফুর রহমান বলেন, আসামিরা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী হয়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অপরাধ সংঘটিত করে আসছিল। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, ছিনতাই, চুরিসহ একাধিক মামলা রয়েছে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমি তারপরও থেমে নাই। আমি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে অপরাধীদের ধরতে চেষ্টা করে যাচ্ছি। অপরাধীদের জায়গায় আমার থানায় এলাকায় হবে না।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ক্ষুদ্ধ বিএনপি নেতা সরওয়ার আলমগীর
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১