দক্ষিণ রাউজান উদয়ন সংঘের সাবেক সভাপতি ও উদয়ন দুর্গা মন্দির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা সন্তোষ কুমার মিত্র (৭৯) গত ১৫ নভেম্বর পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সোমবার গ্রামের বাড়ি রাউজান ব্রাহ্মদাশ পাড়ায় তার মরদেহের সৎকার সম্পন্ন হয়। তার মৃত্যুতে উদয়ন সংঘের সভাপতি প্রকৌশলী সনজিত বৈদ্য পিন্টু, সাধারণ সম্পাদক অসীম দাশগুপ্ত, দুর্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ দত্ত, সাধারণ সম্পাদক কল্লোল দাশগুপ্ত ঝুমুর, সুজিত দাশ মিন্টু, সুভাষ বৈদ্য, শিব প্রসাদ দাশ, সরোজ দাশ, শিমুল দাশ, পারিজাত দাশসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।