সন্তান জন্মের সময় খেলোয়াড়দের সবেতন ছুটি দেবে পিসিবি

| বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

সন্তান জন্মের সময় ক্রিকেটারদের সবেতন লম্বা ছুটির সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, সন্তান জন্মের সময় চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররা ১২ মাসের ছুটি পাবেন। ক্রিকেটীয় কার্যক্রমের জন্য যদি কোন নারী ক্রিকেটারকে বিদেশ ভ্রমণ করতে হয় এবং বাচ্চার দেখভালের জন্য বাড়তি একজন সঙ্গী নেওয়ার প্রয়োজন পড়ে পিসিবি তার অনুমতি দেবে। পুরুষ ক্রিকেটাররা সন্তান জন্মের সময় ছুটি পাবেন ৩০ দিনের। সন্তান জন্মের প্রথম ৫৬ দিনের মধ্যে এই ছুটি নিতে পারবেন পুরুষ ক্রিকেটাররা। ছুটিকালিন সময়ে বেতনসহ বোর্ডের সকল সুবিধা পাবেন ক্রিকেটাররা। সন্তান জন্ম দেওয়ার জন্য কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন পাকিস্তানের নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ। তার ঘটনা বোর্ডকে নতুন করে ভাবায়। পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ক্রিকেটারদের পাশে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড,‘ক্রিকেটারদের দেখভাল করার দায়িত্ব আছে পিসিবির। সব পর্যায়েই তাদের সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বোর্ড। এই সম্পর্কের মধ্যে মাতৃত্ব ও পিতৃত্বকালীন একটি নীতিমালা আমাদের থাকা উচিত। যেন আমাদের পেশাদার ক্রিকেটাররা জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অনুভব করে, ক্যারিয়ার নিয়ে না ভেবেও ওই বিশেষ সময়ে পুরোপুরি বোর্ডের সমর্থন পাবে তারা।’ সবেতনে ছুটিকালিন সময়ে কোনো ক্রিকেটারের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে পরের চুক্তিতে তাদের রাখার নিশ্চয়তাও দিচ্ছে পিসিবি।

পূর্ববর্তী নিবন্ধআইপিএল স্থগিতে ভারতীয় বোর্ডের ক্ষতি ২৫০০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসাকিব-মোস্তাফিজকে বিশেষ বিমানে পাঠাবে ভারতীয় বোর্ড