সন্তান জন্মের এক ঘণ্টা পর মারা গেলেন পিতা

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

সন্তান জন্মের মাত্র এক ঘণ্টার ব্যবধানে পৃথিবী থেকে বিদায় নিলেন পিতা। কঠিন সত্য হলেও এমন বেদনাময় ঘটনা ঘটেছে। এক হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করছিলেন এক পিতা। ঠিক তখনই তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছিলেন প্রসব বেদনায় অন্য হাসপাতালে। ছেলে সন্তানের জন্মের খবর পেয়ে অসুস্থতার মধ্যেও কিছুটা খুশি হয়েছিলেন পিতা। তবে সেই খুশি দীর্ঘস্থায়ী হয়নি। সন্তান জন্মের এক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয় পিতার। গত রোববার রাতে এমনই এক নির্মম বাস্তবতার সাক্ষী হয়েছেন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাঁইশারী ইউনিয়নের এক দরিদ্র পরিবার। সন্তান জন্মের কয়েক মুহূর্ত পর পানি ভেবে ভুলক্রমে এসিড পান করে গুরুতর অসুস্থ হয়ে মো. শাহাজাহান (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের করলিয়ামুরা এলাকার নুরুল আলমের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাহজাহান পেশায় রাবার বাগানের শ্রমিক। রোববার রাতের খাবারের পর পানি ভেবে ভুলক্রমে এসিড পান করেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কঙবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর রাতেই মৃত্যুবরণ করেন তিনি।

অন্যদিকে শাহাজাহান যখন কঙবাজার সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন, ঠিক তখনই তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছিলেন প্রসব বেদনায় ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে। স্বামীর সংকটময় পরিস্থিতি সম্পর্কে অজ্ঞাত তিনি শুধু অপেক্ষা করছিলেন নতুন জীবনকে পৃথিবীতে আনতে। রাত ৩টার দিকে হাসপাতালে শাহাজাহানের স্ত্রীর একটি ছেলে সন্তান জন্ম নেয়। তখন মো. শাহাজাহান অসুস্থ হলেও কিছুটা হলেও খুশি হয়েছিলেন। কিন্তু এই খুশির ক্ষণ আর স্থায়ী হয়নি শাহজাহানের পরিবারের সদস্যদের। কিছুক্ষণ সদর হাসপাতালে চিকিৎসাধীন শাহজাহান মৃত্যুর কোলে ঢলে পড়েন। এক মুহূর্তেই বিষাদের ঢেকে যায় শাহজাহানের স্বজনদের পুরো পৃথিবী।

পূর্ববর্তী নিবন্ধশুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনী জাহাজ চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা শুরু আজ, নিরাপত্তায় সিএমপির বিশেষ ব্যবস্থা